বিদ্যুৎ এলো ঘরে ঘরে,
       বিনামূ্ল্যের বই;
সমুদ্র সীমানা বিজয়,
       তাই, এতো হৈচৈ।


বঙ্গবন্ধু স্যাটেলাইটে
       আকাশ বিজয় হয়;
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায়
       বাংলাদেশের জয়।


বয়স্ক, বিধবা ভাতা,
       মুক্তিযোদ্ধাসহ;
আরো এমন ভাতা চালু,
       কোন দেশে পায়, কহো?


জঙ্গীদমন, উড়াল সেতু,
      কর্ণফুলি টানেল;
ছিটমহলের সমস্যা শেষ,
      চলবে মেট্রো রেল।


জাতির পিতার হত্যা-বিচার
      কলঙ্ক দাগ মুছে;
উন্নয়নশীল দেশটি এখন
      বদনাম যায় ঘুচে।


তলাবিহীন বলার সাহস
      এখন কারোর নাই;
ইন্টারনেটের প্রাপ্তি নিয়ে,
     খুশিতে নাও বাই।


বেগুন ক্ষেতে আগুন খেলা
       চায় না কেহ আর,
ভুল-ত্রুটিকে বাদ দিলে আজ
       আছি চমৎকার!


এসো, আজি যাই এগিয়ে
       কাঙ্খিত জয় ধরতে,
বঙ্গবন্ধুর বাংলাদেশকে
       সোনার বাংলা গড়তে।


২২/১২/২০১৮
মিরপুর, ঢাকা।