নৈবদ্যের ফুল যদিবা পদদলিত হয়,
মানুষের ভালোবাসা সেখানে কখনো নয়!
উদভ্রান্তের মতোন অপরাধ খুঁজে যারা
পৃথিবীতে অন্যজনে, ভালোবাসাহীন; তারা
পড়ে থাকে আজীবন আস্তাকুড়ে। স্বচ্ছতায়
বিশ্বাস হারায় যদি, কষ্টনদী বয়ে যায়
অমরালোকের জলে। মানুষের এ জীবন
এক রৈখিক হয় না; কখনোও কোন পণ
করে সম্পর্কের সুঁতো সুদৃঢ় করা যায় না;
তবুও, সে নিয়তই অযথাই ধরে বায়না।
প্রেম, প্রদীপের মতো আলোকিত করে যায়
আশেপাশে, চারিদিকে; অবরূদ্ধ প্রত্যাশায়
বাঁধা দিলে তাকে; তখন ঘটে যে বিস্ফোরণ!
ভেঙ্গে ফেলে নিয়মের সকল শক্তবাঁধন।
এসো, আজ ভালোবেসে যাই, ভুলে গিয়ে সব:
জীবনের প্রতি বাঁকে হোক আনন্দ-উৎসব।


২৮/০১/২০২০
মিরপুর, ঢাকা।