দুইটি চড়ুই লাফিয়ে লাফিয়ে ছুটে,
আমার ঘরের বারান্দার ঐ তারে;
ঘসছে পরস্পরের চঞ্চুপুটে
পরম যত্নে, আদর-সোহাগ ভরে।


কিচির-মিচির ডাকছে সদায় তারা,
হাজার কথার বাজার বসায় যেন;
দুঃখবোধের রাগ অভিমান ছাড়া;
বল, আনন্দেতে থাকছে তারা কেন?


শিক্ষা নেই না পাখির জীবন থেকে,
তাইতো, পুড়ছি অহংবোধের ঘরে;
'ভালোই আছি'র মিথ্যা কথায় ঢেকে
করছি যে বাস, দূরেই পরস্পরে।


আমরা শুধুই ঝগড়া-বিবাদ করি,
শত কথায় সমস্যার সংসারে;
ভুলগুলো সব যাই না যে বিস্মরি,
খুঁচিয়ে তুলছি শুধুই বারংবারে।


ভুলের ভেতর হয় না প্রেমের কথা,
ঝগড়া-ঝাটির তুমুল জোয়ার বহে;
সংসারে তাই দরকার নিরবতা,
এমন বচন সব গুণীজন কহে।


০১/০৪/২০২১
মিরপুর, ঢাকা।