আমার বন্ধুত্ব মানে প্রেমময় অবধূত,
শব্দে শব্দে বর্ণিলতা একাকী বিশ্বের মাঝে;
সে আমার ভালোবাসা, অলৌকিক দেবদূত,
উজ্জ্বল সূর্যের আলো জীবনের সর্ব কাজে।


সে যখন সাড়া দেয় বন্ধুত্বের আবেদনে,
শিহরণ জাগে প্রাণে; বৃদ্ধি পায় ব্যাকুলতা;
ঘর ছেড়ে বের হই পুষ্পময় কুঞ্জবনে;
অনুভবে তুলে আনি জীবনের অতুলতা।


বন্ধুত্বের সরলতা সে, এ জীবনের সাথে
মিলে থাকে সুর্যের জ্যোতি; তাকে লভিতে আমি
পাড়ি দেবো মরুপথ, একাকী কঠিন রাতে;
আমি যে ভালোবাসি, তা জানে শুধু অন্তর্যামী।


০৪/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।