ভন্ডের দল অন্ধের কাছে স্বর্গলোকের টিকেট বিক্রি করে!
চিৎকার করে মাঠে ময়দানে উদ্ধতেরই স্বরে।
তারা যে সবাই ভাবে ভঙ্গিমায় সাধু বাহালুল সাজে,
যদিও, তাদের মন বড়ো কালো; মিল নেই কোন কাজে।
স্বর্গ কি তোর বাপ দাদার সম্পদ?
পৃথিবীর বুকে ধর্মের নামে তোরা বাড়াস আপদ।
ইসলাম কি রে ঠুনকো জিনিস, হেফাজত তারে মানুষে করতে হয়?
মহান আল্লাহ পরোওয়ারদেগার রক্ষা করবেন জানিও তা নিশ্চয়।
পূর্ণতা পাওয়া এই ইসলাম হবেনা ধ্বংস জানি,
নবীর মুখেই বলেছেন আল্লাহ; এ যে কোরানের বাণী।
স্বার্থের টানে ভণ্ডেরদল ধর্মের কথা কয়,
জানি, আমি জানি, এই ইসলাম ঐ আল্লাহর; মোল্লাদের যে নয়।
মানবতারই সমৃদ্ধতায় কোরানের বাণী আল্লার,
তিনি করবেন হেফাজত তারে শুনেছি রে এই সমাচার।
ভাঙচুর করে হাটে ও বাজারে আগুনে জ্বালায়ে তারে,
সন্ত্রাসী কাজে ইসলাম কভু বিকশিত হবে না রে।


শোন রে ভণ্ডের দল!
স্বার্থমোহের ধর্মের কথা সব হলো আজ ছল।
তায়েফবাসীরা জুলুমের পরে জুলুম চালিয়ে করেছে অত্যাচার!
তবুও যে নবী চুপচাপ ছিলেন বিকার ছিলো না তাঁর।
রক্তাক্ত সে-ই জমিনে চুপ থেকে, করে ফরিয়াদ,
আল্লাহ! তুমি মাফ করে দাও,
তারা যে অবুঝ, কখনো করো না তাদেরকে বরবাদ।
নবী-চরিত্র মনে নাই তোদের; ভন্ডের দল ওরে!
মানুষের প্রেমে ভালোবাসা নিয়ে মানুষেরা রহে মানুষের অন্তরে।
আমাকেই আমি হেফাজত করি আল্লাহর করুণায়,
ইসলাম আমার প্রাণের ধর্ম শান্তির মোহনায়।
যাও চলে সব, ভন্ডের দল ধর্ম-ব্যবসা ছেড়ে,
ধর্মকে নিযে ব্যবসা চলছে, বুঝে গেছি আমি এই পৃথিবীর 'পরে।
আমার আমিকে রক্ষা করিতে আমি ভালো বুঝি সবই,
ইসলাম আমার প্রাণের ঝংকার, আমার কবিতা নবী।
সেই কবিতাকে প্রতিদিন পড়ি, প্রাণের সুরের ঝংকারে,
গহীন চেতনা মনের ভাবনা সাজিয়ে রাখি থরে বিথরে।
এ কবিতা যাঁর সৃষ্টি ভুবনে; মহান আল্লাতায়ালা!
আমার ভেতরে নিত্য তিনি যে করিছেন হাসি-খেলা।


০৫/০৪/২০২১
মিরপুর, ঢাকা।