পৃথিবীর মোহে পড়ে মানব জীবন
অমানুষ হয়ে করে যতো ব্যাভিচার;
দুই হাতে চেপে ধরে ভোগের ভুবন,
স্বজনপ্রীতি, দুর্নীতি, নিত্য অবিচার
করে যায় ধরণীতে ভুলিয়া মরণ।
জানিও, সহসা হবে সঠিক বিচার
হাশরের ময়দানে; রাখিও স্মরণ!
ক্ষমতার মোহে করিও না অনাচার।


হে মানুষ! হইও নাকো অত্যাচারী জন,
ভালোবাসাপ্রীতিপ্রেমে সুখ খুঁজে নাও।
ক্ষুদ্র আয়ুর জীবনে কিবা প্রয়োজন
বিপুল অর্থের; যদি, সুখ নাহি পাও?
মানবিক সরলতা বিলাও ভুবনে,
অজস্র সুখের ধারা বয়ে যাবে মনে।


১৪/১১/২০১৯
মিরপুর, ঢাকা।