দেখলে মেয়ে আহামরি! টিটকারি দেয় ছেলে,
তারে কাছে পেলে;
হাত গুটিয়ে রয় না চেয়ে, গালে মারে জোরে,
এমন মানুষ আছে ক'জন বিশ্বচরাচরে?
একজনও যে নাই,
ইভটিজিং-এর বাড়াবাড়ি বাড়ছে বুঝি তাই।


সেদিন বিকেল বেলা-
দলে দলে লোক চলেছে রাস্তা দিয়ে ম্যালা।
সদলবলে কিছু ছেলে দাঁড়িয়ে পথের পাশে,
হাত নাড়ে আর কথা বলে, উচ্চ স্বরে হাসে।
দেখলে কোন মেয়ে,
রয় তাকিয়ে তারা সবাই ফ্যালফ্যালিয়ে চেয়ে।
আকারে ইঙ্গিতে,
বিশ্রী কথা বলছে তারা সুরহারা সঙ্গীতে।


সামনে গিয়ে দাঁড়াই,
সঙ্গী-সাথী, লাঠিসোটা ছাড়াই।
বলি তাদের সাহস করে জড়ো,
এমন কেনো করো?
ঐ যে মেয়ে, তারা হলেন পুজ্য মায়ের জাতি;
তুমি পুরুষ শক্তিশালী তেজী মহামতি!
এমন করা তোমার কি আর সাজে?
অবনত দৃষ্টি ফেলে বললো ভীষণ লাজে-
' সরি আঙ্কেল, সরি'!
এ 'সরি'ই হোক জগৎজয়ের অস্ত্র ধন্বন্তরি।