বাঙালিজাতির অবিস্মরণীয় নেতা
বাংলাদেশের স্বাধীনতার অমর রূপকার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
বাঙালির মন তোমাকেই খুঁজে পায়-
শষ্য-শ্যামলিমা চিরায়ত বাংলাদেশে
পরিপাটি শষ্পময় ঢেউবতী নদীতীরে
চিরসবুজ গাছের পাতায় পাতায়
সকাল সন্ধ্যার পাখির কলকাকলিতে।
লজ্জাতুর কৃষাণির ঢেঁকিছাঁটা চালে
কৃষক কেরানি শ্রমিকের কর্মক্লান্ত ঘামে
তীব্রতর প্রচণ্ড খরায় জমিতে পতিত
প্রথম বৃষ্টির নির্মল জলের স্ফটিক ফোঁটায়
তোমার গায়ের গন্ধ মিলেমিশে একাকার।
শত বছরের কুশাসন শোষণের শেষে
অন্ধকার ছিঁড়ে মুক্তির বারতা আনার প্রত্যয়ে
আজকের এই দিনে জন্ম নিলে মধুমতি তীরে
রূপকল্পময় ফিনিক্স পাখির অমরতা লয়ে।
তোমার এ জন্মদিন হোক
প্রেরণার বাতিঘর বাঙালির চিন্তা ও চেতনে।


১৭/০৩/২০২২
মিরপুর, ঢাকা।