(মাঝেমাঝে মনে হয়, আমি যেন নারী,
নারীদের সব কথা, বলতে যে পারি।)
----------------------------------
তোমার নয়নে জ্বলে অগ্নিকেতু- তেজোদৃপ্ত জ্যোতি,
আমার হৃদয়ে আজ অশনিসংকেত-
                তাই, বৃষ্টির আরতি।
কেঁপে উঠি থরথর- কলাপাতা ঝড়ের কবলে,
এর মাঝে আমি, তোমাকে রাখতে চাই,
                      বুকের গহীনে সমতলে।
প্রাচীন জ্যামিতি- ত্রিভুজ নক্ষত্র জ্বলে
আমার কোমল শরীরের ভাঁজেভাঁজে অহর্নিশ,
মধু ভেবে চেখে যাই প্রতিদিন,
যদিও নিপুণ কারিগর! দিয়ে যাও তুমি
                     ভ্রুকুটির তীব্রতর বিষ!
অন্ধকারে বিদ্যুৎচমক- অধরা অধর,
অতল আতঙ্কে ছুঁয়ে দিতে চাই নিরন্তর।
বায়ুজীবী আমি গোধূলির সন্ধিক্ষণে
                 এঁকে যাই তোমার মূরতি,
প্রাণের স্পন্দনে বিস্তৃত বিজনে
           ছুয়ে দিয়ে গেলে কি এমন ক্ষতি?
আঁধারময় আকাশে জেগে রও সারারাত ধরে
          সুরভিত অম্লান ভালোবাসা,
সুখগন্ধী জলচ্ছাপ নিয়ে এসো
            আমিময় চেতনায় বিমল প্রত্যাশা।
কোল জুড়ে হাহাকার শ্বাস ফেলে আজ,
আমার স্কার্ফের নিচে তুমি মহারাজ।


২৬/১০/২০১৭
মিরপুর, ঢাকা।