তাঁরা বিবিধ কৌশলে আক্রমণ করে,
সর্বদা নির্বোধ আমি। তবু বলে যাই-
বন্ধু, আলোতে দাঁড়াও; এসো, হাত ধরি,
অন্ধকার কুঞ্ঝটিকা ছিঁড়ে ফেলে দিয়ে
এই বুকে রাখি বুক; সত্য ও সুন্দর
চেতনাকে প্রাণে নিয়ে সদর রাস্তায়
ফুল্ল মনে হেঁটে যাই, আলোকের দিকে;
অবোধের মতো বারংবার বলে যাই।


তলোয়ার নিয়ে কেহ সামনে দাঁড়ায়,
উন্মত্ত উমর যেন; সত্যের পরশে
বিষাক্ত খঞ্জর খাপে ভরে, অতঃপর,
অহমিকা ছুঁড়ে, স্নিগ্ধ ছায়াতলে ফিরে।
সত্যের আলোয় স্নাত, অবশেষে বলে-
মিথ্যা বড়ো ক্ষণস্থায়ী; সত্যই সুন্দর!


১৩/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।