রেখে এসো দূরে
মনের কালিমা, গা'বো আজে সুরে;
উদ্দাম প্রাণে বিমল গান।
ওলো, তোরা আয়!
সরসিজ প্রাণে তারার মেলায়,
সূর্যালোকের অমলপ্রাণ।


নাহি দেশ কাল,
স্পন্দিত হৃদে জাগে মহাকাল,
ধ্রুব নক্ষত্র- স্বাতী, বিশাখা।
কবির লেখনি
শব্দে-ছন্দে জাগবে এখনি
নীল লুব্ধকজ্যোতি-তারকা।


হাতে হাত রেখে-
সবল মননে চলি সম্মুখে,
নর-নারী নহে; শুধুই কবি।
আঁধারহরণী
হাসবে আকাশে- শ্রবণা, রোহিনী,
জাগবে হৃদয়ে প্রভাত রবি।


হাসবে সূর্য
মানবিক দেশে, বাজবে তূর্য
হর্ষবিলাসে স্বাধীনতার।
শহীদের তাজ
শক্তিরূপেতে বিকশিত আজ;
অমিত প্রাণের অহংকার!