সৃষ্টি মানেই ধ্বংস-খেলা,
          জীবন মানেই মৃত্যু-খেলা,
সৃষ্টি থেকে সুন্দরী সে-ই ধ্বংসের চারুকলা!
দূরের সূর্য ঐ আকাশের, লক্ষ কোটি তারা;
সবাই ব্যাকুল, হচ্ছে আকুল পারা।
এদের ঘিরেই ঘুরছে যতো গ্রহ-উপগ্রহ।
শাশ্বত নয় কেহ,
ধ্বংসের ফুল-শয্যা মাঝে হারাবে সব দেহ।


আমি, তুমি এবং তিনি
থাকবে না কেউ সৃষ্টিতে আর সর্বসেরা হয়ে,
অহমিকা মুখ থুবড়ে পড়বে কালের গর্ভে,
হয় ম্রিয়মান, নয় হারাবে সময়ের প্রবাহে;
তোমার রূপের সৌন্দর্য হবে যে বিলীন!
ঝরাফুলের অবহেলায় মৃত্তিকায় র'বে ।
যতো অপার সৌন্দর্যের ছিলো চারুছবি,
দু'নয়নে দেখে দেখে অনেকেই হয় কবি!
অস্তিত্বের কোন কিছুই থাকবে নাতো আর,
হোক না যতো অবহেলার, হোক না চমৎকার।
ধ্বংস মানেই নূতন জীবন অন্য কোন স্থানে,
ধ্বংস মানেই আবার উদয় নবীন দৃপ্ত প্রাণে।


২৪/১০/২০১৯
মিরপুর, ঢাকা।