এই হলো তোর শস্যভূমি ইচ্ছে যেমন চাষ করো,
নিয়ম-কানুন সঠিক মেনে সাবধানেতে বাস করো।
রঙিন দিনের ফসল পেতে যথাযথ যত্ন নাও,
স্বর্গ-নরক সংসারেতে, বিশ্বাসীদের খবর দাও।
যেভাবে চাও সে ভাবেতেই করো যে তার ব্যবহার,
দেখবে তুমি নরম ভূমি হবে তখন চমৎকার।
কিন্তু ক্ষেতের আলের পাশে পঁচা-ডোবা গর্ত রয়,
সেইখানেতে হাল দিও না, এই বিষয়ে শর্ত রয়।


সুখের ফসল পরিপক্ক করতে যদি চাও তুমি,
যত্ন ভরে জল সেচ আর চাষ করে যাও সেই ভূমি।
জমির সুখের জন্য যদি নাইবা করো পরিশ্রম,
উর্বরতা কমে যাবে, ফলবে ফসল নেহাত কম।
ও চাষী ভাই, ফসল ফলাও ভোগ করে যাও খোশ-মনে,
দেখবে সুখের স্বর্গ এসে হাসবে তোমার ঘর-কোণে।


২০/০৪/২০১৯
মিরপুর,ঢাকা।