সুবোধেরা কি হারিয়ে যাবে, অশুভ ঐ নষ্টদের কাছে?
নষ্টরা কি করবে দখল তাদের সকল শক্তি দিয়ে,
সুবোধের সব চিন্তা-ভাবনা, ভালোবাসা প্রেমরাশি?
নষ্টরা কি ছলে-বলে-কলে, রাহাজানি করে
করবে দখল খাল-নদী-মাঠ, পথ-ঘাট-হাট?
তখনও কি সুবোধেরা হতাশার মাঝে রবে?
তারা থাকবে পড়ে একেলা নিশ্চুপে?
হায়!
হাহাকার ছাড়া থাকবে না তার আর কোন বিশ্বাস।


জানি, আমি জানি সুবোধেরা সব হারিয়ে যাবে না
হার্মাদ দৃর্বৃত্ত ঐ নষ্টদের কাছে।


নষ্টরা সকল মিলেমিশে আজ গিলে খাচ্ছে-
আকাশের চাঁদ
নদীর মোহনা
বনের সকল শ্যামলীমা রঙ;
গিলে খাচ্ছে ফুটপাত  
রাস্তাঘাট
ওভারব্রিজের স্থান
আণ্ডারপাশের গলি
রমনা পার্কের মাঠ
শহীদ মিনার
স্মৃতি সৌধ থেকে সংসদ ভবন।


তবুও, জানি আমি
সুবোধেরা কখনো হারিয়ে যাবে না
ঐ সকল নষ্ট ও দুর্বৃত্তের কাছে।


নষ্টরা সবে খাচ্ছে খুবলে শিশুর রঙিন ফ্রক
কিশোরীর কামিজ
সেলোয়ার ও পেন্ট
যুবতীর শাড়ি
বিধবার থান
বৃদ্ধার জায়নামাজ;
এমন কি তারা উন্মাদ হয়ে খেয়ে যাচ্ছে
শিশুর পেন্টি ও  হাফপ্যান্ট!


নষ্টরা সবে করছে দখল বক্তৃতার মাঠ
ফেইসবুক
ইনস্টাগ্রাম
টেলিভিশনের রঙিন মুখ
রঙের তুলিতে মিথ্যাকে এঁকে
থরে-বিথরে সাজাচ্ছে
ঘরকুনো সব সুবোধের দৃষ্টির আঙিনায়।
নষ্টরা সবে চেটে চেটে খাচ্ছে
রাজনীতি
অর্থনীতি,
সমাজনীতি
ধর্মনীতি ও সুবোধের ঘরবাড়ি
চিন্তাচেতনা সব;
তাদের রচিত খাবনামা ভেবে।


সকল বুঝেও সুবোধেরা যদি চুপচাপ রয় বসে,
শান্ত শিষ্ট লাঙুল বিশিষ্ট প্রাণীদের মতো হেসে;
তবুও, আমি জানি, নষ্টেরা হবে পরাজিত একদিন।


জনতারা আজ শ্লোগান দিচ্ছে নষ্টদের নাম বলে,
স্যালুট জানাচ্ছে তারা একসাথে হাত-পা তুলে!
আজ করিতেছে তোষামোদ সুবোধেরা দল বেঁধে;
তেলের বাটি উপ্রে দিচ্ছে নষ্টদের পদতলে।
জেনে নিও সব সুবোধের দল!
অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ নষ্ট নয়!
সৎ-সুবোধের নিরবতায় যতোটা নষ্ট হয়।


সুবোধেরা আজ জেগে ওঠো,
হাতে হাত রেখে একজোট হও;
ভয়কে জয়ের প্রত্যাশা নিয়ে
এগিয়ে যাবার এখনই সময়।
সুবোধের জয় নিশ্চয়,
সুবোধের জয় অবধারিত।


১৮/০৩/২৫০২১
মিরপুর, ঢাকা।