শুচিস্মিতা! সূর্যদীপ্ত নয়ন তোমার;
চন্দ্রমার প্রভা হাসে লাবণ্য শরীরে।
তপস্যার মূর্তমূর্তি! প্রসন্ন জগতে
এলে, স্বর্ণকুন্তলা, সরস প্রিয়তি।
মাৎস্যন্যায় পৃথিবীতে, অনিন্দ্য সুন্দরী!
আঁখি-জ্যোতি শরাঘাতে করেছো হরণ;
সংযমিত ধ‌্যানমগ্ন শিবের হৃদয়
আত্মাহুতি দিয়ে যায় পতঙ্গের মতো।
শুচিস্মিতা! খুলে দাও হৃদয় কপাট,
বসন্তবায়ু নামুক প্রবল প্রতাপে
কালোর্ত্তীর্ণ ঘুর্ণিঝড়সম দৃপ্ত তেজে,
আন্দোলিত হোক আমাদের চারিধার।
পরিতুষ্ট জীবনের প্রত্যেক প্রবাহে
মানুষের মন অমৃতের স্বাদ চায়।


২৫/০৩/২০২০
মিরপুর, ঢাকা।