শুদ্ধ প্রেমে সিদ্ধ হবে মনের বাসনা,
সেই প্রেমই পূর্ণ হবে করো উপাসনা।
মানুষের প্রেমে যদি মগ্ন রহো মন,
আনন্দ ছড়াবে তুমি সমগ্র ভুবন।
মানুষের মাঝে খোদা তারই মনে স্থান,
এই কথা বলে যায়- গীতা ও কোরান।
যত ধর্ম দুনিয়াতে ইহাদের মূলে,
মানবতা ছাড়া কেহ যাবে নাতো কুলে।
চক্ষু-কর্ণ বন্ধ করে ভেবে দেখো মন,
ঝঞ্ঝাবর্ত পৃথিবীতে মানুষই আপন।
আল্লাহর প্রেমিক যারা পৃথিবীর মাঝে,
তারাতো সবে আপনা মানুষের কাছে।
মানুষের প্রয়োজনে নবী-অবতার,
আসিয়াছি দুনিয়াতে এই কথা সার।
তারা সবে বলে গেছে প্রেমের বচন,
ঈশ্বর চিনিতে করো জীবের অর্চণ।
মানুষের সেবা করে খোদাকে চিনুন,
শুদ্ধ প্রেমে বলে যায় কবীর হুমায়ূন।


২৯/১০/২০১৮
মিরপুর, ঢাকা।