"কবিতার আসরের সাথে আমার সম্পর্ক শুধু নয় চার মাস; যখন বুড়ি হয়ে কবিতা লিখতে পারবো না সেই দিন পর্যন্ত''। - সুদীপ্তা চৌধুরী


কবি সুদীপ্তা চৌধুরী, বাংলা কবিতার আসরের একজন নবীন কবি। তার উপরোক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতেই লেখা 'সুদীপ্তা চৌধুরী'। কবিতাটি উৎসর্গ করা হলো স্নেহাষ্পদ কবি সুদীপ্তা চৌধুরীকে।
======================================


বয়সের ভারে ন্যুব্জ সুদীপ্তা চৌধুরী,
তখনো থাকিও তুমি অনিন্দ্য সুন্দরী!
তাজা মন নিয়ে থেকো আমাদের মাঝে,
সজল ভালোবাসায় নবীনের সাজে।
কখনো হও না জীর্ণ, পুরাতন, জরা,
থাকে না হৃদয়ে যেন শূন্যতার খরা।
বেঁচে থেকো পৃথিবীতে সাবলীলভাবে,
পূর্ণিমার আলো জ্বেলে মানুষ-স্বভাবে।


মূখরিত আড্ডা হবে বন্ধুত্বের প্রেমে,
সৌন্দর্যের প্রীতি নিয়ে। ধরণীতে নেমে
আসুক অনন্ত প্রেমে অনন্য স্নিগ্ধতা,
বৈশাখের সমীরণে অসীম পূর্ণতা।
জেগে উঠো, চেয়ে আছি; হোক আবির্ভাব
সাহিত্যের রণাঙ্গনে, এঁকে জলচ্ছাপ।


২৮/০৪/২০২০
মিরপুর, ঢাকা।