অশ্রুজলের ঢল নেমেছে নয়ন দেশে,
হাস্যমুখে বলল না কেউ ভালোবেসে-
'এইতো আমি তোমার পাশে বসে আছি,
দুঃখ নিয়ে খেলছো কেন কানামাছি?
এসো এবার দুঃখ ছেড়ে পাশাপাশি
দু’জন বাজাই দুঃখহরা মোহন বাঁশি।
সুরের তালে নেচে গেয়ে মর্ত্যলোকে
কাটাবো দিন-রাত্রিগুলো স্বর্গসুখে'।


নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি
আমার দেশে কৃষ্ণ মেঘের গড়াগড়ি
অঝোর ধারায় দুঃখ ঝরে ফোঁটায় ফোটায়
মন তখনই দুঃখবতীর ঘোড়া ছোটায়
তেপান্তরের মাঠ পেরিয়ে চায় সে যেতে
দূরের দেশে সুখ বালিকার ছোঁয়া পেতে।


০৬/১০/২০২২
মিরপুর, ঢাকা।