প্রিয়জন যদি থাকে নিরবধি হাসিখুশি ধরাতলে,
ফুলের বাগান হয় মহিয়ান সুখগুলো টলমলে।
পত্রকুঞ্জ সৌধ সমান সুখকর শোভাময়,
তিক্ত ফলও সুস্বাদু হয় স্বর্গীয় সুধাময়।
দুঃখের মাঝে সুখ বয়ে যায় নিয়ত অনর্গল,
অমাবস্যায় পূর্ণিমা নামে আলোকিত ঝলমল।
খড়ের বিছানা পুষ্পশয্যা ন্যায় হয় সুখকর,
তৃপ্তির ছোঁয়া আনন্দ আনে পরানে নিরন্তর।
প্রিয়জন যদি ভালোবাসা নিয়ে থাকে জীবনের পাশে।
পৃথিবীর নদী, সাগর, পাহাড়, আকাশ ও বায়ু হাসে,
জীবনের সুখ আজীবন ধরে হেসেখেলে বয়ে যায়,
প্রিয় যদি জাগে ঘন অনুরাগে কল্যাণ চেতনায়।
সংসার মাঝে ব্যপৃত কাজে পাই যদি ভালোবাসা,
কেটে যাবে জানি ঘোর তমস্বিনী- দুঃখ সর্বনাশা।


২৩/১০/২০১৮
মিরপুর, ঢাকা।