সুখ কিরে ভাই! এই দুনিয়ায়?
        খুঁজছি বিশ্বময়;
সকল) দুঃখহরা সুখগুলো, বল,
        কোথায় স্থায়ী হয়?


সুখের আশায় বিলাস ব্যসন
        কতোই দিলাম দাম,
তবু) সুখগুলো সব পালিয়ে বেড়ায়-
        দুঃখ অবিরাম।


ঝিলিক দিয়ে সুখ আসে ভাই,
        ঝিলিক দিয়ে যায়;
তাইতো) সুখের আশায় অবুঝ এ মন
        ভুল পথে দৌড়ায়।


সুখ হলো কি কিশোরকালের
        বেতস ফলের থোকা?
নাকি) রসে ভরা লাল টুকটুক
        পাকা আমে পোকা!


১১/১০/২০১৭
মিরপুর,  ঢাকা।