এ সংসারে মানুষেরা সুখ চায়, শান্তি চায়; আর
পৃথিবীতে মৃত্যু চায় বর্ণচ্ছটা নির্জলা স্বস্তিতে।
সুখ কামনায় অর্থ উপার্জনে প্রাণ বাজি রাখে;
কিন্তু অর্থই সুখের একমাত্র নিয়ামক নয়।
মানুষের প্রয়োজনে অর্থের ভূমিকা নিরঙ্কুশ;
তবে, অর্থকড়ি সুখ এনে দিতে পারে না কখনো।
সুখের অপর নাম রূপান্তরহীন ভালোবাসা,
প্রাণের আকুতি ভরা মনের গহীনে প্রণয়ের
সুখের স্ফুলিঙ্গ যেন আলোকিত ফুলের মতোন
অন্ধকার ভেদ করে সুগন্ধ ছড়ায় বিশ্বময়।
অন্তরে গ্রন্থিত করে প্রতিবন্ধে বাঁচার আকাঙ্খা;
তখনই যে স্বস্তিতে মৃত্যুর অপেক্ষায় থাকা যায়।
সুখ যেন একটি সুন্দর, শুভ্র সকালের মতো,
কুসুম সূর্যের রেখা আঁকে হৃদয়ের ক্যানভাসে;
অতঃপর, তা হারায় দুপুরের প্রখর প্রতাপে।
'সুখ চাই, শান্তি চাই, নির্জলা স্বস্তিতে মৃত্যু চাই'-
এই কথা বলে, চিরদিন পৃথিবীর মানুষেরা
নিরন্তর চিৎকার করে; আর থাকে অপেক্ষায়।


০৫/০৫/২০২১
মিরপুর, ঢাকা।