.       আমরা সবাই সুখ পেতে চাই
চাই যে সুখের রক্ত-মাংস, অস্থি-মজ্জা সব।
        সুখের নাগাল না যদিবা পাই
বিবাদ লাগাই, ছল-চাতুরির হিংসার কলরব
        নিত্য ছড়াই পথে মাঠে ঘাটে।


        কারুর সুখের রশিখানি ধরে
কারণবিহীন টানতেই থাকি সকল শক্তি দিয়ে।
        কিন্তু যে সুখ আসে নারে ঘরে
হাপিত্যেশের দুঃখবোধের অশান্তি সব নিয়ে
        পড়ে থাকি দুঃখের তল্লাটে।


        হিংসাবোধের ক্রুর চেতনায়
চাও যদি সুখ অন্ধমনের কুৎসিত চপলাতে।
        তখন আঁধার-দুঃখ ছায়ায়
অক্টোপাশের সূঁড়গুলো সব দিবস এবং রাতে
        ধরবে তোমায়; পড়বে যে বিভ্রাটে।


২৪/০৩/২০২২
মিরপুর ঢাকা।