সামনে একটু পা বাড়ালেই নদী
কাচ-স্বচ্ছ জলের আনাগোনা
সাগর পানে ছুটছে নিরবধি
আমার সাথে হয় না জানাশোনা।


দূর আকাশের তারার পানে চেয়ে
বাঁধা ভেঙ্গে চলছে নিঝুম রাতে
কাশের মেয়ে ডাকতেছে বিস্ময়ে
আমিও যাবো তোমার সাথে সাথে।


দাঁড়ায় না যে সময় নদীর জল
চায় না ফিরে পিছন দিকে আর
আপন মনে বইছে অনর্গল
ভাবছে শুধু মিথ্যে এ সংসার।


ডুবে আছি মায়ার বাঁধন ডোরে
কান্না-হাসির খেলা খেলে যাই
সুখের চেয়ে থাকি ভোগের ঘোরে
কড়ির মাঝে সুখ খুঁজে বেড়াই।


১৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।