ছোট্ট জীবন অনেক বড় আশা
ধরার বুকে পেতে ভালোবাসা
দুঃশ্চিন্তা ব্যথা দুঃখ জ্বালা
নিত্যদিনই মেলছে ডালাপালা
সব অবসান হবে মরণ ঘায়
চড়তে হবে চার মাল্লার নায়ে
তবে, কেনো এতো বাহাদুরি?
সুখের আশায় দুঃখ করো ফেরি!
ভবিষ্যতের ভাবনাগুলো এসে
মোহমায়ায় বাঁধছে ভীষণ কষে
মুক্তি পেতে আরো কঠিন জালে
বন্দী হইছে মানুষ কালে কালে
সুখ পাওয়া যায় প্রীতি ভালোবাসায়
স্মৃতি কথায়, ক্ষুদ্র কান্না-হাসায়
সুখের সাথে স্বস্তি পাওয়া গেলে
আনন্দেতে মানুষ পাখা মেলে!
সুখের স্বস্তি ভালোবাসার ফল
যার ছোঁয়াতে মন হয় নির্মল।


০৭/১২/২০২২
মিরপুর ঢাকা।