কবির নিকটে দাওয়াই আছে
এক নিমেষেই হবে শেষ,
অঙ্গেতে যতো জরা-ব্যাধি হোক
থাকবে না কোন অবশেষ।


কাব্যভুবন সৃষ্টি করিয়া
ডুবে মরো যদি তার জলে,
কবির তখন অসুখ থাকে না
বিজ্ঞজনেরা তা-ই বলে।


কল্পনারই রঙের ধারায়
এঁকে যাও যদি নিজ খোয়াব,
সকল রোগের ছেলেপিলেমেয়ে
বলবে তখন, 'বাপরে বাপ'!


সুখের পরশে হৃদয় হরষে
তাধিন তাধিন নাচে রে,
প্রেমহীনভাবে কিভাবে জগতে
মানুষ জীবন বাঁচে রে!


২৪/০৩/২০২১
মিরপুর, ঢাকা।