রাতের জঠরে থাকে দিবসের আলো,
আলোর ভেতরে রহে মোহময় আঁধারের কালো।
বলো, যাবে কোন রথে,
এই আলো-আঁধারীর ঘূর্ণাবর্ত পৃথিবীর পথে?


নদীরা শুকিয়ে গেলে, ধু ধু বালুচরে
বালির পাহাড় জমে; তটিনীর প্রাণের ভেতরে
চাহে ঝিনুকের জল,
সমুদ্রকে অর্ঘ্য দিতে; তিয়াসায় কাঁদে অনর্গল।


লোভের মোহেতে ওরা কি মাতাল আজ?
ক্যাসিনো খেলায় দেখে নেয় জীবনের কারুকাজ?
অর্থ মোহ মদ ও নারী
প্রাণের সজ্জায় আনে কি, চরম আনন্দ লহরী?


জাগতিক জীবনের আকাঙ্খার
পরিপূর্ণ পরিতৃপ্তি কামনায়, চাহি অন্ধকার।
পরিশেষে, চেয়ে দেখি,
শূন্যতায় ভরে গেছে জীবনের সব বুজরুকী।


০২/১০/২০১৯
মিরপুর, ঢাকা।