( অন্নপূর্ণা দেবী, মৃত্যু- ১৩/১০/২০১৮, শনিবার।)


সুরবাহারের অমিত বালিকা নীরবে গিয়েছো চলে,
দুঃখের মাঝে নীল দুঃখের করুণ গাঁথার ছলে।
জীবনের সাথে আপোস করোনি, ক্ষমাহীন সরস্বতী,
ভালোবাসা-প্রেম সঙ্গীত জুড়ে; অমল অমরাবতী
হতে তুমি এলে, মিষ্টি চোখের অনিন্দ্য সুন্দরী,
সুরের দ্যোতনা বাজালে জগতে, শুনি, আহা মরি মরি!
আলাউদ্দিন-মদিনা বেগম জনক-জননী ভবে
অন্নপূর্ণা জগতের খ্যাত জানি নিশ্চয় হবে।
কিংবদন্তি সুরের শিল্পী শাস্ত্রীয় সঙ্গীতে,
এমন পিতার কন্যা গো তুমি আমাদের পৃথিবীতে।
দুঃখ মাখানো জীবন তোমার দুঃখে কেটেছে রাত,
অবহেলা আর অপমানে বাঁচা, কী অভিসম্পাত!
সংসার হলো- সুখের আবির মাখানো রঙিন দিন,
সেইখানে তুমি সারাটি জীবন ছিলে গো অর্বাচীন।
স্বামীর অহম্‌‌ দিলো না তোমায় উড়তে আকাশময়
দু'টি ডানা মেলে মন প্রাণ খুলে, অনন্ত বিস্ময়!
অহমিকাবোধ ঘিরেছে তাহারে, হায় রবি সঙ্কর!
পুরুষের তেজ ছড়িয়ে দিয়েছো সখেদে নিরন্তর।


সূর্য-আলোকে কখনো কি পারে মেঘেরা আড়াল রাখতে?
চন্দ্রভূষণ জোছনার আলো কুয়াশারা কভু ঢাকতে?
মেঘেরা হারাবে বাতাসের ঘায়ে, কুয়াশা ভানুর তেজে,
জ্ঞানের সুরভী ঢেউ খেলে যাবে সাগরের জল-ফেজে।
জনসমক্ষে আসোনি কখনো টিকিয়ে রাখতে সংসার,
হায় সংসার! থাকলো না তবু, এ যে বড়োই চমৎকার!
তুমি চলে গেছো নীরবে গোপনে, অন্নপূর্ণা দেবী!
দেবীর আসনে বসায়ে তোমারে গেয়ে যাই ভৈরবী।
যতোদিন রবে ভারতবর্ষে শাস্ত্রীয় সুর ধারা
ততোদিন তুলে রাখবে তোমার কীর্তি বসুন্ধরা।


১৩/১০/২০১৮
মিরপুর, ঢাকা।