সূর্য পুড়ে ছাই হলে, মেঘ এসে করে বিলাপের সৃষ্টি,
চারিদিকে অশ্রু ঝরে; মানুষেরা তাকে বলে বৃষ্টি।
ছাই হচ্ছি প্রতিদিন অজস্র উত্তাপে; জতুগৃহে
হয় বসবাস আজ; ছুটে যায় গভীর আগ্রহে
অশ্রু তটিনীর ধারা; খুঁজে ফিরি অলৌকিক প্রেম
মর্তলোকে, কালিন্দীর জলে যেমন খুঁজিতো শ্যাম।  
দম বন্ধ করা এক করুণ রাগিণী বৃন্দাবনে
বাজে বাঁশীর হৃদয়ে নিশি রাইতে গভীর স্বননে।      


২২/০৯/২০১৯
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।