প্রিয়তি! তোমার স্পর্শে জেগে উঠে চঞ্চল হৃদয়-
উড়ু উড়ু প্রজাপতি যেন এক বিস্তৃত আকাশে
মেলে দেয় পাখা তার; অবিরাম, অপার আনন্দে
খেলে যায় সারাবেলা, প্রেমময় লিলুয়া বাতাসে।


কবিতার মানবিক অফুরান সরলতা নিয়ে
প্রার্থনা উৎসর্গ করি, স্বপ্নময় কাব্যের দাসত্ব-
কতো ছন্দের, শব্দের, উপমার, বাক্যের মাধুর্য;
হে কবিতাগন্ধী মেয়ে! মর্ত্যে তুমি চিরন্তন সত্য।


লাল গোলাপের মতো পেলবিত আরক্ত অধরে,
নীল হরিণীনয়নে, অন্ধকার কেশের গোছায়,
নরম ঘাসের মতো স্নিগ্ধকর নবনীত স্তনে,
দেবদূতের চেতনায় অবিশ্রান্ত কামনা জাগায়।


হৃদয়ের আকাঙ্খায় তুমি যেন এক অনন্তের
জ্বালাময়ী কবিতার মোহময় উত্তুঙ্গ শরীর,
রেষারেষি ভুলে গিয়ে তুলে আনি স্বর্গচ্যুত প্রেম-
অবিরল বৃষ্টিস্নাত চুম্বনের মাদকের ক্ষীর।


১৮/০২/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।