আমার শিক্ষা আমার স্মরণ
  আমার জীবন আমার মরণ
    আমার কলম আমার বচন
      করছি সকল তোমায় সমর্পণ।
তোমার দয়ার ছায়ার তলে
  আমার জীবন নিতুই চলে
    তোমার নামের দোলাচলে
      দোলাও আমায় তুমিই সারাক্ষণ।
আমার মেধা আমার মনন
  আমার শক্তি সমস্ত ধন
    আমার দেহ জীবন-যাপন
      সবই তোমার প্রভু, নিরঞ্জন।
আমার সত্তা নির্বিশেষে
  লুটায় তোমার পাদদেশে
    ডাকছি তোমায় ভালোবেসে
      তোমায় আমার খুবই প্রয়োজন।
অশ্রুজলে ডাকছি তোমায়
  জীবন-মরণ সম্ভাবনায়
    আমার আনন্দ-বেদনায়
      চাইছি হে রব! তোমার পদার্পণ।
বিশ্বলোকে তুমিই অসীম
  অনন্ত ও মহামহিম
    হে দয়াময়! তুমিই রহিম
      আমার 'আমি' করছে প্রত্যয়ন।


১১/০৪/২০২২
মিরপুর, ঢাকা।