অন্যরকম বসন্তবায় ছড়িয়ে পড়ে হৃদয় কোণে
সংগোপনে। বাউরি বাতাস যায় বয়ে যায়- উথালপাতাল
নদীর জলে পাল তুলে এক নিপুণ মাঝি হাল ধরে যে
নৌকা চালায় ভিন্নদেশে। কেউ জানে না, অবশেষে
কোথায় এসে ভিড়বে তরী কোন তীরেতে, কোন সে ছায়ায়?
কোন সে মায়ায় আটকে যাবে, কোথায় পাবে সুরের ধ্বনি
স্নিগ্ধ রাতে? কোন সুরেতে, কোন পুরেতে, কি গান গাবে
প্রেমিক গুণী?  যে সুর পেয়ে অসৎ মনের অন্ধকূপে
জ্বালিয়ে আলো, ঘুচিয়ে কালো বিশ্বভুবন উঠবে মেতে
শুভ্র প্রাতে, পাখির ডাকে মাতিয়ে সকল আলস্য প্রাণ।
দৃপ্তকণ্ঠে বাজিয়ে গান প্রাণের ভেতর দৃপ্র সুরে।
সেই সুরেরই তীব্র নেশায় পথ হেঁটে যায় দ্রুতপদে
লক্ষ্যভেদী আলোর পানে স্বপ্নমাখা হাতটি ধরে।


২২/১০/২০১৭
মিরপুর, ঢাকা।