রাতের সোনালী তারা দল বেঁধে জ্বলজ্বল জ্বলে
রূপালী জলের মুখে; তার মাঝে জলের মীনেরা
সুর তুলে গান গায়, শান্ত-স্থির জলাঙ্গীর জলে,
তারা যেন কথা কয় পরস্পর; সুখ চিনে এরা!
বিষন্ন নিশুত রাতে দু'টি প্রাণ নদীর পাড়ের
তারার আলোর নিচে লীলায়িত স্বপ্ন বুনে যায়-
সুখময়, আনন্দের; কল্পনার বেতুন ঝাড়ের
শিহরণ জেগে উঠে প্রাণে প্রাণে, পারাবত প্রায়।


হায়! সময়ের স্রোত, বয়ে আনে বিপন্ন বাতাস,
ঝড়-জলোচ্ছ্বাস মিলেমিশে তছনছ, একাকার;
সোনালী তারা বিছানো মূল্যবান বিশাল আকাশ
চিৎ হয়ে শুয়ে থাকে; বজ্রপাত পড়ে বারবার।
অশ্রুর মতোন জল অবিরল ঝরঝর ঝরে,
স্বপ্নেরা হারিয়ে যায় চিরতরে, দূর থেকে দূরে।


১৬/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।