প্রতিদিনই খবর শুনি মরার
আশেপাশে কতোজনের নাম
পরিচিত, আধা জানা কতো
যাচ্ছে ছেড়ে এই পৃথিবীর ধাম।
        যাচ্ছে ছেড়ে এই পৃথিবীর ধাম
        অচিনলোকের তেপান্তরের মাঠে
        কেউ জানে না তারপর কী আছে
        পুুরস্কার কী, কিইবা সাজা হবে?
পুুরস্কার কী, কিইবা সাজা হবে?
তবুও করছে ভবে লেনাদেনা
কিছু বাকি, কিছু নগদ লয়ে
পাড়ি জমায় দূরদেশে অজানা।
        পাড়ি জমায় দূরদেশে অজানা
        কেউ ভগবান, কেউবা আল্লাহ ডাকে
        যে যার মতো ঈশ্বরের নাম নিয়ে
        একাই চলে অচিন গাঁয়ের বাঁকে।
একাই চলে অচিন গাঁয়ের বাঁকে
হরেক রকম ছবি আঁকে তারা
ফুলের বাগান, স্বচ্ছতোয়া নদী
পাখ-পাখালি নিটোল ঝর্ণাধারা।
        পাখপাখালি নিটোল ঝর্ণাধারা
        হাতের কাছে সহস্র অপ্সরী
        সতেজতম আলতা-দুধের শরীর
        খুশবো ছড়ানো নিটোল দেহের নারী।
খুশবো ছড়ানো নিটোল দেহের নারী
সত্তর হাজার ঘুরবে চারিপাশে
ইচ্ছে হলেই নিতে পারো তুমি
আহা! কি যে মধুর ছবি ভাসে।
        আহা! কি যে মধুর ছবি ভাসে
       তার বিপরীত আছে পরপারে
        জতুগৃহ তীব্র আগুন জ্বলা
        জ্বলতে হবে অনন্তকাল ধরে।
জ্বলতে হবে অনন্তকাল ধরে
হরেক রকম কষ্ট করে ভোগ
কখনো বা ভীষণ ঠাণ্ডা জলে
কখনোবা অন্য রকম রোগ।
        কখনোবা অন্য রকম রোগ
        গলে যাবে দেহ মোমের মতো
        জাগবে রে সে ঐশী হুকুম পেয়ে
        অনন্তকাল জ্বলবে অবিরত।


১৭/০৫/২০২০
মিরপুর, ঢাকা।