বুড়ি খুব তামাক খেত। বুড়ো বাজার থেকে চাল, ডাল, তেল, নুন ইত্যাকার জিনিসপত্র কিনে এনেছেন। কিন্তু তামাক আনেননি। বুড়ি তখন-



হাজার টাকার বাজার করে, ঘরে দেখি তামাক নাই,
নেশার কালে তামাক ছাড়া বৃথা হলো জীবনটাই।
            মিনসে আমার বেজায় বেভুল,
            ইচ্ছে করে ছিঁড়তে এ চুল;
যেটা খেলে জীবন বাঁচে, সেটাই বন্ধু আনেন নাই।


এটি একটি লিমেরিক।


০১/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।