বাঁশরী
===
চঞ্চল হাতে
বেজে উঠে বাঁশরী,
গহন রাতে।
সে সুরের লহরী
সুন্দর। মরি, মরি!


তোমার চোখ
=======
তোমার চোখ
এই অন্তর কাড়ে;
কম্পিত বুক।
ঝড়োয়াল ঝংকারে
যেন ডাকে আমারে।


ভোরের পাখী
=======
ভোরের পাখী
ডাকে মধুর স্বরে।
ওঠো হে সাকী!
আন্ধার বদ্ধঘরে
নিদ্রা যাইও না, ওরে।


বর্ষা
==
আকাশ ফর্সা,
রৌদ্রময়ী দুপুর।
শেষ কি বর্ষা?
জলাঙ্গীর নূপুর
তুলে মরমী সুর।


মুখের কথা
======
মুখের কথা
তীরের ন্যায় ছোটে,
মুক্তি পেলে তা।
কথাতে যুদ্ধ ঘটে,
তুচ্ছ করো না মোটে।


০৫/০৯/২০২০
মিরপুর, ঢাকা