ছবি
----
তোমার ছবি
প্রত্যহ আঁকি; তাই,
হলাম কবি।
কবিকে ভালোবেসে
কেউ ডাকে না হেসে।


টাকা
----
এ পৃথিবীতে
অর্থ আনে অনর্থ
মানুষ চিতে।
খুন খারাবি আর
নষ্টের সমাচার।


জল ও প্রেম
----------
জলের নৃত্য
চলে, নদী ও বিলে;
এ কথা সত্য।
নবীন প্রেমিকারা
পিরিতে আত্মহারা।


রূপোপজীবিনী
-------------
প্রতি সন্ধ্যায়,
সস্তা মেকাপ দিয়ে
যায় কোথায়?
বিপন্ন প্রতি ভোরে
ফিরে যে নিজ ঘরে।


সুখ
----
চঞ্চল মন,
কিসের অন্বেষণে
করে ভ্রমণ?
সুখের পরশণ
পেতে, করে ক্রন্দন।


০৬/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।