আকাশ পাড়ে লক্ষ তারা জ্বলে
উজ্জ্বলতর একটি তারা ভাসে,
সেই তারাটি আমার দিকে চেয়ে
নিত্য বেলায় খলখলিয়ে হাসে।


ভালোবাসি হৃদয় দিয়ে তারে
সে যে আমার কাছে মূল্যবান,
তার বাহুতে যথন থাকি শুয়ে
বেহেস্ত হতে ফেরেস্তা গায় গান।


সমস্ত দিন স্বপন দেখে কাটে
চিরকালের আলোময় সে তারা,
আনন্দ-গীত ভালোবাসা দিয়ে
মরাগাঙে বহায় জলের ধারা।


লক্ষ তারার মাঝখানে পাই খুঁজে
হৃদয়ে বাস যে তারাটি করে,
ভালোবাসার আনন্দ সে আনে
সকল সময় থাকে মনের ঘরে।


২১/১১/২০২০
মিরপুর, ঢাকা।