আমার এ মন আজকে যেন
টগবগে এক টাট্টুঘোড়া চলছে বাঁধনহারা;
দুরন্ত সে বন্যপথে নামছে ছন্নছাড়া
রূপের ধারা জলবতী স্বচ্ছ ঝর্ণাধারা।
এখনই সে চায় যে দিতে পাড়ি,
তরঙ্গময় মহাসাগর;
টপ্‌কাতে চায় পাহাড়-নদী-গিরি।
তুচ্ছ করে সকল লোভের, হিংসার হাতছানি;
জীবন সুধার স্বাদ নিতে চায়,
শষ্যদানার মোহে সে তাই চায় না রাহাজানি।
চষতে যে চায় শুষ্ক মরুভূমি,
অনন্য এক মরুদ্যানের সৃষ্টির কৌশলে;
ঝঞ্ঝাবর্তে জর্জরিত রুক্ষ মহীতলে।
সে-তো জানে তা,
বন্ধুরতায় চলতে গেলে
ছুটে আসে হাজার রকম বাঁধাবিঘ্নতা।
কৌশলী তাই আজ
ভাবনার চে' করছে বেশি কর্ম-কারুকাজ।
মানবতার উন্নয়নের তরে,
বুদ্ধিমত্তা শিকড় মেলে বুকে সাহস ধরে।
রক্তপথের বন্ধুরতায় চলতে সে সক্ষম;
তাই বুঝি আজ ছুটছে কতো পথ,
পিছন পানে দেখছে না আর সে;
ভাবছে না আর পথ বেশি না, কম।
আমার এ মন টাট্টুঘোড়া এক
খেয়াল-খুশির মর্জি নিয়ে সৃষ্টির নেশায়
কালোমেঘের চাদর ছিঁড়ে
ফোটাতে চায় মানবিক বিবেক।


০৯/০৪/২০২২
মিরপুর, ঢাকা।