এখন একেলা বসে ভাবিতেছি আকাশ-কুসুম,
সকালের রোদ এসে কেড়ে নিলো পৃথিবীর ঘুম।
পাখির কলকাকলি, স্নিগ্ধ বায়ু, প্রভাতের আলো,
আমায় মোহিত করে; তাই, বুঝি লাগিতেছে ভালো।
এক ঝাঁক কবুতর নেমে আসে নিকানো উঠোনে
বাকুম বাকুম স্বরে ঠেকে যায় খাদ্যের সন্ধানে।
তাদের রক্তিম ঠোঁট তোমার ঠোঁটের মতো লাল,
যার স্পর্শ পেতে হই ঘোর বেসামাল চিরকাল।


তোমার রক্তিম ঠোঁট আতরের সুবাস বিলায়!
মৃগনাভির সৌরভ ঝরে যেন শ্রাবণ-ধারায়।
পাখির পালকে থাকে স্বপ্নময় আদরের ওম,
ক্লান্ত অবসন্ন দেহে শীতে আনে প্রশান্তির ঘুম।
তোমার শরীর খুঁড়ে খুঁজে পাই সুখের আকর,
বিলোল প্রেমের গাঁথা; তাই, ভালোবাসি নিরন্তর।


২৩/১১/২০২২
মিরপুর ঢাকা।