কতশত ঋণ আছে, পৃথিবীর মানুষের কাছে?
ভোরের পাখির কাছে? বহমান নদীর শীতল,
নির্মল জলের কাছে? পৃথিবীতে কত ঋণ আছে?
কখনো ভাবিনি বসে নিরিবিলি; ছুটি অবিরল
অর্থ-বিত্ত, পদ-যশ, অহেতুক খ্যাতির সন্ধানে;
ভুলে মানুষের কথা, মনোরম প্রকৃতির কথা।
যে সকল অকৃত্রিম ভালোবাসা জীবনের গানে
সুর-ছন্দ-রস আনে দুনিয়ায়; আনে আনন্দতা।
কিভাবে এসেছো তুমি, অন্যলোক থেকে পৃথিবীতে?
মুষ্টিবদ্ধ শূন্য হাতে, বস্ত্রহীন সুতীব্র চিৎকারে
আলোড়ন তুলেছিলে পরিচিত মানুষের চিতে।
তারা ভালোবাসা-মমতায়-যত্নে রেখেছে তোমারে।
বৃক্ষলতা, ধুলোবালি সবে মিলে বাঁচায়েছে প্রাণ,
এই ঋণ শোধ করে যেও তুমি কর্ম ও কথায়;
তোমার জীবনখানি মানুষ ও প্রকৃতির দান,
প্রতিদান দিয়ে যেও; যেথায় তোমার মন চায়।
ভালোবাসো মানুষেরে, ডুবে যাও প্রকৃতির সনে;
পরিশোধ করে যাও, যতো ঋণ করেছো জীবনে।


২২/০১/২০২৩
মিরপুর ঢাকা।