দোস্ত! তোরে গোশত দিয়ে ভাত খাওয়াবো
ক'দিন পরে পেটটি ভরে;
ব্যস্ত আর তুই হইস না।
পোস্তায় গিয়ে সস্তা ধরে বস্তা ভরে
চাল-ডাল-তেল, নুন আনিবো;  
তা' কারেও কইস না।


আমরা নাকি টোকাই সবে,
ঘুষখোর, চোর ভদ্রলোকের মাটির ভবে!
তাচ্ছিলতায় তুচ্ছ ভেবে তারাই দেখে আমাদেরকে,
তাদের কাছে কখনোই তুই করজোড়ে যাইস না।
এই পৃথিবী তোর ও আমার,
মুটে-কুলি, কুমার-কামার,
জেলে-তাঁতী, শ্রমিক-চাষী- যতেক নিঃস্বজন;
ওরাই আপনজন।
এছাড়া, আর অন্য কারোর কথাতে তুই ডরাইস না।

আমরা যেদিন উঠবো জ্বলে
অধিকারের স্লোগান তুলে
সব-হারানোর নিঃস্বজনের চেতনাতে।  
তখন তারা পালিয়ে যাবে গর্ত খুঁড়ে
বিশ্বলোকে সেই আহ্বান, তুই কিরে তা পাইস না?
দোস্ত, তোরে গোস্ত দিয়ে ভাত খাওয়াবো,
অনেক দিনের ভুখা থাকার পেটটি ভরে;
ব্যস্ততা তুই দেখাইস না!


০৭/০২/২০২৩
মিরপুর ঢাকা।