তুমি বড়ো দাতা! দান করো, অনেক সদকা দাও;
জনতা প্রশংসা করে দানবীর হিসেবে তোমাকে।
কিন্তু জাকাত দাও না ঠিকঠাক হিসাব মতোন;
এখানেও জুয়াচুরি করো অতি গোপনে গোপনে।
প্রশংসা-খ্যাতির জন্য, লোক দেখানোর অভিপ্রায়ে,
কখনো কখনো খ্যাতির সুবিধা পাওয়ার জন্যেও
দান করে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়।
সময়ে সুযোগে তুমি খোঁটা দাও দানগ্রহীতাকে।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।