মুখেতে রেখেছো দাড়ি, পরিপাটি, সুন্দর সুন্নতি,
নিখুঁত কামানো, আহা! কী সুন্দর সেই অবয়ব!
অথচ, তোমার দৃষ্টি নত নয়, নয় তা' মার্জিত;
নারীর শরীর দেখো কামনার জলোচ্ছ্বাস নিয়ে।
পাঞ্জাবি-টুপিতে সেজে মসজিদে সালাত আদায়ে  
যাও; ওখানে তোমার নেই মনোযোগ, খুশুখুজু;
গড্ডালিকাপ্রবাহের তোড়ে রুকু-সেজদাহ করো।
উড়নচণ্ডির মন সারাক্ষণ হাটে ও বাজারে,
রেস্তোরায়, শপিংমলে, দোকানে-দোকানে, পার্কে ঘুরে।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।