আত্মীয়জনের কাছে মেজবান হিসেবে উত্তম
তুমি; হাসিখুশি এবং সযত্নে মেহমানদারী
করো উত্তম খাবারে- বিরিয়ানি, মাছ-মাংস-মিষ্টি
ইত্যকার উপাদেয় খাদ্যবস্তু আপ্যায়ন করে।
কিন্তু অতিথি বিদায় হওয়া মাত্র দোষত্রুটি বলো,
আস্তাকুড়ে পতিতের মতো নিকৃষ্ট গীবত করো।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।
তলাবিহীন ঝুড়ির মাঝে সোনাদানা যতো রাখো,
যতো রাখো হীরা-জহরত, চোখ ধাঁধানো প্রাচুর্য;
জানি, কিছুই রবে না তাতে, ঝরে যাবে যত্রতত্র ,
পাবে না কিছুই খুঁজে চলমান জীবন-সংঘাতে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।