(তোমার) বীণার তারে নূতন করে সুর দিয়ে যাও কবি,
অনন্তকাল থাকবে না আর, রইবে না মসনবি।


কোথায় থেকে আসছো ভবে?
কোথায় আবার যেতে হবে?
জীবন নিয়ে কেনো তবে
ভাবো রে আজগুবি!


নদীর জলের ধারা যেমন সাগর পানে চলে,
তেমনি তোমায় যেতে হবে সকল কিছু ফেলে।


কাটলো জীবন রঙ্গরসে
কালের সিংহাসনে বসে
সব অবসান হবে শেষে
ডুবলে জীবন-রবি।


১০/১২/২০২২
মিরপুর ঢাকা।