তোমার জন্যে কবিতা আমার ছন্দ শব্দ অন্ত্যমিল,
তোমার জন্যে প্রেম বরিষণ, রৌদ্র জ্বলা ঘোর দুপুর;
তোমার জন্যে পিয়াস জাগে; সাগর, নদী, বিল ও ঝিল
তুচ্ছ তখন; যখন দেখি, তোমার চোখের জল-পুকুর।


তোমার জন্যে এক পৃথিবী দুঃখ-কষ্ট সব ভুলে
গান গেয়ে যাই একলা আমি রূপকথারই পূর্ণিমায়,
সুধার মতো যাই চেখে বিষ ক্ষুধাহরণ মন খুলে
চন্দ্র-সুরুজ তখন আমার নোখের উপর ঘূর্ণি খায়।


তোমার জন্যে আকাশ পাতাল এক করি যে নিমেষে
পাহাড় মেঘের মিলন ঘটাই তৃপ্ত সুখের রূপটানে,
তোমার জন্যে ফুল ও কথা ছড়িয়ে দিয়ে রই বসে
সামনে-পিছে, ডাইনে-বায়ে দেখি তোমায় সবখানে।


তোমার জন্যে বসন্ত ফুল, উদার আকাশ প্রাণ খুলে
সুবাস ছড়ায় দিবস-রাতি, জানো কি তা প্রিয়তি?
স্বেচ্ছাচারী ভাবনাগুলো তোমার কাছেই দেই তুলে
কোমল হাতের স্পর্শ দিয়ে নিলে বুকে কি ক্ষতি?


০৬/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।