এখন তোমার করুণা যে চাই,
দয়া করে, দাও আমারে ঠাঁই।
ভুলেছিলাম তোমায় আমি ভবে,
মজেছিলাম জীবনের উৎসবে;
ভেবেছিলাম এভাবেই দিন যাবে,
শেষ হবে না জীবনের পরমাই।
সকাল গিয়ে এলো বিকেলবেলা,
ভেঙ্গে গেলো রঙ্গরসের খেলা।
পিছন পানে আজকে চেয়ে দেখি,
মিথ্যে সকল ভ্রান্তির বুজরুকি;
জগৎ-জীবন মদিরা আর সাকি,
মোহ ছাড়া অন্য কিছুই নাই।


১৮/০২/২০২২
মিরপুর, ঢাকা।