তোমার শরীর জ্যামিতির বই ,
         নিত্য পড়ি যে আমি,
বিন্দু, বৃত্ত, ত্রিভূজ রয়েছে-
         আঁকি তা' দিনতামামি।


তৃষিত ওষ্ঠ বিন্দুতে রাখি,
        ত্রিভূজে রত্ন খুঁজি,
হস্ত রাখিয়া বৃত্তের ’পরে
        তোমার সাথেই যুঝি।


ত্রিভূজ তোমার ঝর্ণা ছড়ালে-
        সরল রেখার মতো,
শুয়ে রহো তুমি গরবিনী নারী,
        লয়ে অনাবিল ক্ষত।