তোমার শরীরে কবিতার বীজ বুনি,
তাতে দিয়ে যাই চোখের জলের সেচ;
ঠোঁটে ঠোঁট রেখে মধুর স্বপ্ন গুনি,
তুমি যে আমার এক মনোহর স্কেচ।


অধীর অর্থ ও রূপের জৌলুস,
অকালে গহীন অতলে হারায় সব;
প্রেমের পাহাড়ে কখনো নামে না ধ্বস,
সেথায় হয় যে কবিতার উৎসব।


২১/১১/২০১৭
মিরপুর, ঢাকা।