তুমি ছিলে মন-ময়ূরী ফুল বাগানে
শোকের বিলাপ ছন্দধারা কাব্য জুড়ে
বসন্তরাগ সুরের ধারা জীবন গানে
স্বপ্ননদীর ফল্গুধারা জলের তোড়ে।


তুমি ছিলে চৈত্রদিনের শীতল ছায়া
চলার পথে সবুজ পাতার বৃক্ষরাজি
শীতের দিনে কুসুম কোমল রৌদ্রমায়া
মরুবক্ষে জলের ধারা জীবনবাজি।


তুমি ছিলে কদম রেণুর হলুদ গুড়া
শিমুল পলাশ কনকচাঁপা নীলচে জারুল
ফাগুন দিনের আগুন ঝরা কৃষ্ণচূড়া
বর্ষাকালের দীঘল বিলে পদ্মমুকুল।


তুমি ছিলে গ্রীষ্মকালের প্রচণ্ড ঝড়
শারদীয় নদীর পাড়ের কাশের মেয়ে
পাথর ভাঙা দুঃখদিনে সুখের আকর
তরঙ্গিত মেঘনা পাড়ের চপল নেয়ে।


তুমি ছিলে জীবন যুদ্ধে মনের কোণে
রাত্রি জাগার দুঃস্বপ্নের গীত সুরে
থাকতে তুমি খুব কাছেতে আমার মনে
এখন তুমি বিজন বনে অনেক দূরে।


এখন তোমায় যায় না ছোঁয়া আগের মত
তুমি এখন আকাশতারা, অধরা মেঘ
এখন তোমায় যায় না ধরা পাখির মত
তোমার কাছে লুপ্ত হলো আমার আবেগ।  


০২/০৭/২০২০
মিরপুর, ঢাকা।